Google Assistant-এ বাচ্চাদের ফিচার থেকে অডিও সংগ্রহ সংক্রান্ত গোপনীয়তা বিজ্ঞপ্তি
Google Assistant-এর মাধ্যমে কেউ যখন 'ফ্যামিলি অ্যাকশন' ফিচার বা 'YouTube Kids ভিডিও'র মতো বাচ্চাদের ফিচার ব্যবহার করেন, তখন কীভাবে ভয়েস এবং অডিও সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় তা বোঝার ব্যাপারে আমরা অভিভাবকদের সাহায্য করতে চাই। Google-এর গোপনীয়তা নীতিতে দেওয়া তথ্য ছাড়াও, এই গোপনীয়তা বিজ্ঞপ্তি Google Assistant-এ এইসব ফিচার ব্যবহার করার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নিজেদের দেশের নিয়ম অনুসারে প্রযোজ্য বয়সসীমার কম বয়সী যেসব বাচ্চাদের অভিভাবকরা Family Link-এর সাহায্যে Google Account তৈরি করেছেন, তারা Google Assistant ব্যবহার করা যায় এমন বেশিরভাগ ডিভাইসে তাদের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। আপনি যখন Assistant-এর সাথে ইন্টার্যাক্ট করতে নিজের ভয়েস ব্যবহার করেন, তখন ভয়েস ও অডিও রেকর্ডিং আপনার Google অ্যাকাউন্টে স্টোর করা হবে কিনা তা ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংয়ের মধ্যে “অডিও রেকর্ডিং যোগ করুন” বিকল্প থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। Google অ্যাকাউন্ট তৈরি করার সময় ডিফল্ট হিসেবে এই বিকল্প বন্ধ করা থাকে এবং Assistant ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনার বাচ্চা যদি তার ডিভাইসে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংয়ের "অডিও রেকর্ডিং যোগ করুন" বিকল্প চালু থাকা অবস্থায় তার সাইন-ইন করা ডিভাইসে Assistant-এর সাথে ইন্টার্যাক্ট করে, সেক্ষেত্রে সেই ইন্টার্যাকশনের রেকর্ডিং এবং কয়েক সেকেন্ড আগে কী অ্যাক্টিভিটি করা হয়েছে সেই ডেটা তার অ্যাকাউন্টে স্টোর করা হতে পারে।
Family Link ব্যবহার করে আপনার বাচ্চার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করলে, আপনি তার Google অ্যাকাউন্টে সাইন-ইন করে বাচ্চার অডিও রেকর্ডিং অ্যাক্সেস করতে, আপডেট করতে, মুছে ফেলতে এবং এক্সপোর্ট করতে পারবেন। আপনি বাচ্চার পাসওয়ার্ড ভুলে গেলে, Family Link অ্যাপ বা ওয়েবে Family Link সেটিংস ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আপনি অ্যাকাউন্টে সাইন-ইন করে Google-এর গোপনীয়তা নীতিতে উল্লেখ করা বিভিন্ন কন্ট্রোল (যেমন Google অ্যাক্টিভিটি কন্ট্রোল) ব্যবহার করে আপনার বাচ্চার অডিও রেকর্ডিং সেটিংস ও তার অ্যাকাউন্টে সেভ করা কোনও অ্যাক্টিভিটি মুছে দেওয়া সহ অ্যাকাউন্টে সেভ করা অডিও রেকর্ডিং ম্যানেজ করতে পারবেন।
আপনার বাচ্চা যদি আপনার দেশে ন্যূনতম আবশ্যক বয়স সংক্রান্ত নিয়ম পরিবর্তনের আগেই তার নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করে ফেলে এবং আপনি পরবর্তীকালে সেই অ্যাকাউন্ট ব্যবহার করা চালিয়ে যাওয়ার অনুমতি দেন তাহলে আপনি তার অনুমতি ছাড়া তার পাসওয়ার্ড রিসেট করতে বা তার অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন না।
Google Assistant-এ Family Link দিয়ে ম্যানেজ করা ও অডিও রেকর্ডিং ব্যবহারের সম্মতি দিয়েছে এমন Google অ্যাকাউন্ট ব্যবহার না করে আপনি 'ফ্যামিলি অ্যাকশন' বা 'YouTube Kids ভিডিও'র মতো বাচ্চাদের ফিচারের সাথে ইন্টার্যাক্ট করলে, আমরা অল্প সময়ের জন্য সেই ইন্টার্যাকশনের ভয়েস এবং অডিও রেকর্ডিং সংগ্রহ করি। আমরা যাতে ইন্টার্যাকশন আরও উন্নত করার প্রতিশ্রুতি পূরণ করতে পারি, সেই জন্য এই তথ্য অডিও ফিচারে ব্যবহার করার জন্য প্রসেস করা হয় এবং তারপরই মুছে দেওয়া হয়।
শেষবার পরিবর্তন করা হয়েছে: ২ সেপ্টেম্বর, ২০২১